ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১৬:৩৫, ৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৬:৩৫, ৫ সেপ্টেম্বর ২০২৫
দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক জনতা ব্যাংক পিএলসি শীর্ষ স্থানীয় ফিনটেক সল্যুশন প্রদানকারী প্রতিষ্ঠান এসএসএল ওয়্যারলেস-এর সঙ্গে অংশীদারিত্বে বিলার পেমেন্ট সার্ভিস চালু করেছে।
বৃহস্পতিবার জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমানের উপস্থিতিতে আইসিটি ডিভিশনের জিএম মোহাম্মদ আনিস এবং এসএসএলের সিইও মো. ইফতেখার আলম ইসহাক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় জনতা ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মো. ফয়েজ আলম, মো. নজরুল ইসলাম ও মো. আশরাফুল আলমসহ প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক এবং এসএসএল ওয়্যারলেস-এর পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম ও মহাব্যবস্থাপক মো. মহিউদ্দিন তৌফিক উপস্থিত ছিলেন।
এই সেবা জনতা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম এবং ই-জনতা মোবাইল অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে, যা গ্রাহকদের জন্য আরও নিরাপদ, আধুনিক ও সুবিধাজনক ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করবে।
এএ
ব্যাংকার প্রতিবেদন