ঢাকা, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

২৪ ভাদ্র ১৪৩২, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

চাঁদপুরে জনতা ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৭:৪২, ৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৭:৪২, ৩ সেপ্টেম্বর ২০২৫

চাঁদপুরে জনতা ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংক পিএলসির চাঁদপুর এরিয়ার অর্ধবার্ষিক ব্যবসায়িক ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম ও নোয়াখালী বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম চৌধুরী।

চাঁদপুর এরিয়া অফিসের জিজিএম জি. এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে এরিয়া অফিসের আওতাধীন সংশ্লিষ্ট নির্বাহী এবং শাখা ব্যবস্থাপকবৃন্দ অংশগ্রহণ করেন। একই দিনে শাখা ব্যবস্থাপকদের নিয়ে আর্থিক স্বাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত হয়।

এসময় চাঁদপুর কো-অপারেটিভ শাখা নতুন ভবনে স্থানান্তর উদ্বোধন করেন প্রধান অতিথি মোঃ মজিবর রহমান।

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন