ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

২ মাঘ ১৪৩২, ২৬ রজব ১৪৪৭

অধিকাংশ শেয়ারের দর পতন, ডিএসসিতে লেনদেন ৩৮৫ কোটি টাকা

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২০:২৬, ২৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২০:২৬, ২৮ ডিসেম্বর ২০২৫

অধিকাংশ শেয়ারের দর পতন, ডিএসসিতে লেনদেন ৩৮৫ কোটি টাকা

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া অধিকাংশ শেয়ারের দর কমেছে। এদিন ডিএসইতে মোট ১ লাখ ২৭ হাজার ৯১৯টি লেনদেনের মাধ্যমে ৩৯৩ টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ১২ কোটি ১৯ লাখ ৫৬ হাজার ২২৫টি ইউনিট লেনদেন হয়। এতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৩৮৫ কোটি ৮ লাখ ৬১ হাজার ১৫১ টাকা।

রোববার (২৮ ডিসেম্বর) সব ক্যাটাগরি মিলিয়ে লেনদেন হওয়া শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ২০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টি কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে জানা গেছে, প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ১৪ দশমিক ৫৬ পয়েন্ট কমে ৪ হাজার ৮৬৯ দশমিক শূন্য শূন্য পয়েন্টে দাঁড়িয়েছে। একই সঙ্গে ডিএস-৩০ সূচক ১৫ দশমিক ৪২ পয়েন্ট কমে ১ হাজার ৮৬৭ দশমিক ১৪ পয়েন্টে এবং শরীয়াহ সূচক ডিএসইএস ৫ দশমিক ৭৭ পয়েন্ট কমে ১ হাজার ২ দশমিক ৯০ পয়েন্টে নেমে এসেছে।

ক্যাটাগরি ভিত্তিতে আজ ডিএসইতে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হওয়া ২১৩টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির। ‘বি’ ক্যাটাগরিতে ৮৩টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২২টির, কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির।

‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হওয়া ৯৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৩৬টির, কমেছে ৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির এদিন ‘এন’ ক্যাটাগরির কোনো শেয়ার লেনদেন হয়নি।

মিউচ্যুয়াল ফান্ড খাতে ৩৪টি ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৮টির, কমেছে ১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টি। কর্পোরেট বন্ড খাতে ২টি বন্ড লেনদেন হয়, যার সবগুলোর দর কমেছে। সরকারি সিকিউরিটিজ খাতে ৪টি ইস্যু লেনদেন হলেও সবগুলোর দর কমেছে।

লেনদেনের পরিমাণের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি

বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি), রহিমা ফুড, সায়হাম কটন, উত্তরা ব্যাংক, সিম টেক্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ১০ ইয়ার্স বিজিটিবি, ওরিয়ন ইনফিউশন এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস।

দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০ কোম্পানি

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, আরামিট লি., সায়হাম টেক্সটাইল, আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ড, সাউথইস্ট ব্যাংক, আইসিবি অগ্রণী প্রথম মিউচ্যুয়াল ফান্ড, তমিজউদ্দিন টেক্সটাইল, এআইবিএল প্রথম ইসলামী মিউচ্যুয়াল ফান্ড এবং আইসিবি এমপ্লয়ি প্রভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড।

দর কমার শীর্ষে থাকা ১০ কোম্পানি

যমুনা অয়েল, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, জিল বাংলা সুগার মিল, ইন্টারন্যাশনাল লিজিং, অ্যাপোলো ইস্পাত, তাকাফুল ইন্স্যুরেন্স, ইস্টার্ন লুব্রিকেন্টস, পিএইচপি প্রথম মিউচ্যুয়াল ফান্ড এবং মেঘনা সিমেন্ট।

এএ

 

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন