ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

৫ পৌষ ১৪৩২, ২৯ জমাদিউস সানি ১৪৪৭

বিএসইসি’র শরিয়াহ এ্যাডভাইজরি কাউন্সিলের প্রথম সভা অনুষ্ঠিত

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১১:২৭, ১৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১১:২৭, ১৯ ডিসেম্বর ২০২৫

বিএসইসি’র শরিয়াহ এ্যাডভাইজরি কাউন্সিলের প্রথম সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নবগঠিত শরিয়াহ এ্যাডভাইজরি কাউন্সিল (এসএসি) প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শরিয়াহভিত্তিক পুঁজিবাজার কার্যক্রম আরও সুসংহত, স্বচ্ছ ও আন্তর্জাতিক মানদণ্ডসম্মত করার বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

বৃহস্পিতিবার বিকালে বিএসইসি ভবনের কমিশন সভা কক্ষে নবগঠিত কাউন্সিলের প্রথম সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন শরিয়াহ এ্যাডভাইজরি কাউন্সিলের চেয়ারম্যান এবং ইসলামিক ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. নাকিব মুহাম্মদ নাসরুল্লাহ। বিএসইসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। 

সভায় কাউন্সিলের সদস্যদের মধ্যে জামিয়া ইসলামিয়া দারুল উলুমের সিনিয়র মুফতি ও মুহাদ্দিস মুফতি মাসুম বিল্লাহ, জামিয়াহ শরিয়াহ মালিবাগ ঢাকার সিনিয়র ডেপুটি মুফতি আব্দুল্লাহ মাসুম, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ রুহুল আমিন, সুপ্রিম কোর্ট অব বাংলাদেশের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ওমর সাদাত, বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং মালদ্বীপ ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান কে এ এম মাজেদুর রহমান এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চিফ ফাইন্যান্স অফিসার মোহাম্মদ আব্দুর রহিম উপস্থিত ছিলেন।

এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনজুর-ই-এলাহী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ অরলিন্সের অধ্যাপক ও ইসলামিক ফাইন্যান্স স্পেশালিস্ট অধ্যাপক ড. মোহাম্মদ কবির হাসান জুমের মাধ্যমে অনলাইনে সভায় অংশগ্রহণ করেন।

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন