ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

৪ পৌষ ১৪৩২, ২৮ জমাদিউস সানি ১৪৪৭

বিমানের নিয়মিত ফ্লাইটে ঢাকায় আসবেন তারেক রহমান

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২২:৪৮, ১৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২২:৪৮, ১৮ ডিসেম্বর ২০২৫

বিমানের নিয়মিত ফ্লাইটে ঢাকায় আসবেন তারেক রহমান

নিয়মিত বাণিজ্যক ফ্লাইটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে আসছেন। আগামী ২৪ ডিসেম্বর ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ৬টি টিকিট কাটা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, আগামী ২৪ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবে ফ্লাইটটি। ২৫ ডিসেম্বর দেশে অবতরণ করবে।

আর তার এই স্বদেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে বিমানবন্দর পরিদর্শন করেছে বিএনপির একটি টিম। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, নিরাপত্তার টিমের দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) একে এম শামছুল ইসলাম, আমি নিজে এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অন্যান্যরা বিমানবন্দরে গিয়েছি। আমরা সরেজমিনে পরিদর্শন করেছি এবং সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ন করতে গিয়েছিলাম। 

তারেক রহমানের স্বদেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে বেশ সহযোগিতা পাচ্ছে জানিয়ে সালাহউদ্দিন বলেন, তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন যেন বিগত ৫৫ বছরের ইতিহাসে যা কিছু দৃষ্টান্ত আছে, তাকে ছাড়িয়ে যায়।

তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি ২৫ তারিখ বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকায় অবতরণ করবে।

এদিকে, দেশে ফিরতে লন্ডনের বাংলাদেশ হাইক‌মিশনে ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ট্রাভেল পাসের জন্য ফরম পূরণ করে একজনের মাধ্যমে যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনে পাঠিয়েছেন তিনি।

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন