ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১২:২৬, ২০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১২:৩১, ২০ ডিসেম্বর ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ৫ লাখ ২৯ হাজার ৯১ জন ভোটার নিবন্ধন করেছেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ও নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরাও ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করছেন।
আজ শনিবার (২০ ডিসেম্বর) বেলা পৌনে ১১টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত মোট ৫ লাখ ২৯ হাজার ৯১ জন ভোটার নিবন্ধন করেছেন।
এদের মধ্যে ৪ লাখ ৯৭ হাজার ৩৩ জন পুরুষ ভোটার ও ৩২ হাজার ৫৬ জন নারী ভোটার রয়েছেন।
পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ভোটারদের মধ্যে ৪ লাখ ৬২ হাজার ৫৯৩ জন প্রবাসী এবং ৬৬ হাজার ৪৯৮ জন নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ও নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী।
প্রবাসীদের মধ্যে সৌদি আরব থেকে সর্বোচ্চ ১ লাখ ৩২ হাজার ১১১ জন নিবন্ধন করেছেন। এছাড়া কাতারে ৪৯ হাজার ৬৬৩ জন, ওমানে ৩৬ হাজার ৮৯৩ জন, মালয়েশিয়ায় ৩৩ হাজার ৯৮১ জন, সংযুক্ত আরব আমিরাতে ২৬ হাজার ২৭৩ জন, যুক্তরাষ্ট্রে ২৩ হাজার ৫৪৪ জন, কুয়েতে ১৮ হাজার ৩০৯ জন, যুক্তরাজ্যে ১৮ হাজার ১৩৩ জন, সিঙ্গাপুরে ১৭ হাজার ৫ জন, ইতালিতে ১৩ হাজার ৪৩৭ জন ও কানাডায় ১০ হাজার ৯৯২ জন নিবন্ধন করেছেন।
অপরদিকে, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে আজ বেলা পৌনে ১১টা পর্যন্ত দেশে অবস্থানরত ৬৬ হাজার ৪৯৮ জন বাংলাদেশি ভোটার ইন কান্ট্রি পোস্টাল ভোট, এই ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন।
জেলা অনুযায়ী নিবন্ধন: পোস্টাল ভোট বিডি’অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারীদের মধ্যে সর্বোচ্চ কুমিল্লা জেলায় ৫৪ হাজার ৯৪৮ জন। এছাড়া ঢাকা জেলায় ৪৬ হাজার ৫০২ জন, চট্টগ্রামে ৪৫ হাজার ৬৮৭ জন, নোয়াখালীতে ৩১ হাজার ৭৭৩ জন, সিলেটে ২২ হাজার ৯২৩ জন ও চাঁদপুর ২১ হাজার ৪২৮ ভোটার নিবন্ধন করেছেন।
নির্বাচনী আসন অনুযায়ী নিবন্ধন: অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারীদের মধ্যে সর্বোচ্চ ফেনী-৩ আসনে ৮ হাজার ৫৫০ জন ভোটার নিবন্ধন করেছেন। এছাড়া চট্টগ্রাম-১৫ আসনে ৭ হাজার ৮৭৪ জন, নোয়াখালী-১ আসনে ৭ হাজার ৫৮৬ জন, কুমিল্লা-১০ আসনে ৭ হাজার ৩৮০ জন ও নোয়াখালী-৩ আসনে ৭ হাজার ৯১ জন ভোটার পোস্টাল ভোট দিতে নিবন্ধন করেছেন।
এএ
ব্যাংকার প্রতিবেদন