ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১২:০৪, ২০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১২:০৪, ২০ ডিসেম্বর ২০২৫
মাদারীপুরের শিবচরের পাঁচ্চরে নতুন একটি উপশাখা চালু করেছে বেসরকারি বাণিজ্যিক খাতের মধুমতি ব্যাংক পিএলসি।
সম্প্রতি এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে পাঁচ্চর উপশাখার উদ্বোধন ঘোষণা করেন মধুমতি ব্যাংকের এমডি ও সিইও মো. সফিউল আজম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এএমডি শাহনেওয়াজ চৌধুরী।
ব্যাংকের শিবচর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আলমাস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হেড অব রিটেইল ব্যাংকিং মোহাম্মদ নূরে আলম, হেড অব কমন সার্ভিসেস এসএম শাহীন ইকবাল, মিটফোর্ড শাখার ব্যবস্থাপক মো. লাইচুর রহমান, হেড অব ব্র্যান্ড কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশনস এসএম আরিফুর রহমান ও পাঁচ্চর উপশাখার ইনচার্জ পরেশ চন্দ্র সাহা।
আধুনিক ব্যাংকিং সেবাকে গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দিতে এই উপশাখা কার্যক্রম শুরু করেছে মধুমতি ব্যাংক পিএলসি।
এএ
ব্যাংকার প্রতিবেদন