ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

২ পৌষ ১৪৩২, ২৫ জমাদিউস সানি ১৪৪৭

২৮৮ জন কৃষকের মাঝে কৃষি ঋণ বিতরণ করল প্রাইম ব্যাংক

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৮:৫৬, ১৬ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৮:৫৬, ১৬ ডিসেম্বর ২০২৫

২৮৮ জন কৃষকের মাঝে কৃষি ঋণ বিতরণ করল প্রাইম ব্যাংক

লালমনিরহাটের হাতীবান্ধায় উন্মুক্ত কৃষি ঋণ বিতরণ কর্মসূচি পালন করেছে প্রাইম ব্যাংক পিএলসি। এ সময় ২৮৮ জন কৃষকের মাঝে কৃষি ঋণের চেক বিতরণ করা হয়।

এ উপলক্ষে সম্প্রতি উপজেলার ডাকবাংলো মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নিয়মিতভাবে ঋণ গ্রহণ ও পরিশোধের স্বীকৃতিস্বরূপ পাঁচজন কৃষককে সম্মাননা স্মারক দেয়া হয়।

অনুষ্ঠানে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা রন্টু পোদ্দার, উপজেলা কৃষি কর্মকর্তা নুর ইসলাম ও নারিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেডের সিনিয়র ম্যানেজার নাজমুল হাসান ফারাজী উপস্থিত ছিলেন।

অন্যদিকে প্রাইম ব্যাংকের পক্ষে ছিলেন এসইভিপি ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং এসভিপি ও হেড অব এগ্রি বিজনেস শাহানা পারভীনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। —বিজ্ঞপ্তি

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন