ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ২০:১৭, ১৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২০:১৮, ১৫ ডিসেম্বর ২০২৫
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, সোমবার (১৫ ডিসেম্বর) প্রতি ডলার ১২২ টাকা ২৯ পয়সা থেকে ১২২ টাকা ৩০ পয়সা দরে ক্রয় করা হয়েছে।
এ নিয়ে চলতি বছরের ডিসেম্বরে মোট ৬২৪ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার এবং ২০২৫-২৬ অর্থবছরে এ পর্যন্ত মোট ২ হাজার ৮০৪ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানায়, চলতি মাসের ১ থেকে ১০ ডিসেম্বর সময়ে দেশে ১২৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ১০৯ কোটি ১০ লাখ ডলার। সেই হিসাবে প্রবাসী আয় বেড়েছে ১৮ শতাংশ।
এএ
ব্যাংকার প্রতিবেদন