ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

৮ অগ্রাহায়ণ ১৪৩২, ০১ জমাদিউস সানি ১৪৪৭

আইসিটি প্রসিকিউশনে বৈশ্বিক অ্যাম্বাসেডর ও উপদেষ্টা নিয়োগ

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২০:২৮, ২০ নভেম্বর ২০২৫ | আপডেট: ২০:২৮, ২০ নভেম্বর ২০২৫

আইসিটি প্রসিকিউশনে বৈশ্বিক অ্যাম্বাসেডর ও উপদেষ্টা নিয়োগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রসিকিউশন টিমের জন্য একজন বৈশ্বিক অ্যাম্বাসেডর নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) আইসিটির প্রধান প্রসিকিউটরের দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ আইনজীবী ব্যারিস্টার মুহাম্মদ সাইফ উদ্দীন খালেদকে বৈশ্বিক অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আইসিটি প্রসিকিউশনের আন্তর্জাতিক মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।

এছাড়া বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ আইনজীবী আফজাল সামী সৈয়দ আলীকে আইসিটির প্রধান প্রসিকিউটরের বিশেষ প্রসিকিউটোরিয়াল উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আইসিটির প্রধান প্রসিকিউটরের দপ্তর থেকে জানানো হয়, দু’জন কর্মকর্তাই এক বছরের জন্য বিনা বেতনে দায়িত্ব পালন করবেন।

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন