ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

৮ অগ্রাহায়ণ ১৪৩২, ০১ জমাদিউস সানি ১৪৪৭

কাস্টমস বন্ড কমিশনারেটে বহিরাগত প্রবেশ বন্ধে কঠোর নির্দেশনা

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৮:১১, ১২ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৮:১১, ১২ নভেম্বর ২০২৫

কাস্টমস বন্ড কমিশনারেটে বহিরাগত প্রবেশ বন্ধে কঠোর নির্দেশনা

কাস্টমস বন্ড কমিশনারেটে বহিরাগত প্রবেশ বন্ধ করতে কঠোর নির্দেশনা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

আজ বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস রপ্তানি ও বন্ড শাখার সচিব সুরাইয়া সুলতানা স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনা প্রদত্ত চিঠিতে বলা হয়েছে, গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, সাম্প্রতিক সময়ে কাস্টমস বন্ড কমিশনারেটসমূহে বহিরাগত ব্যক্তিরা দাপ্তরিক বিভিন্ন কর্মকাণ্ডে অননুমোদিতভাবে অংশগ্রহণ করছে। এর ফলে একদিকে যেমন দপ্তরের কর্মপরিবেশ নষ্ট হচ্ছে, তেমনি দাপ্তরিক শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। 

উল্লেখ্য, রাজস্ব পর্যালোচনা সভাসহ বিভিন্ন পর্যায়ে এ বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হলেও অননুমোদিত/ বহিরাগত ব্যক্তির প্রবেশ নিষিদ্ধকরণে কাঙ্ক্ষিত অগ্রগতি সাধিত হয়নি।

সম্প্রতি বিভিন্ন কাস্টমস বন্ড কমিশনারেটে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে বহিরাগত ব্যক্তির যোগসূত্র থাকার অভিযোগ পাওয়া গেছে। এই পরিস্থিতিতে, দেশের সব কাস্টমস বন্ড কমিশনারেটে অননুমোদিত / বহিরাগত ব্যক্তির প্রবেশ বন্ধের উদ্দেশ্যে কঠোর আইনানুগ কার্যক্রম গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

একইসঙ্গে, অননুমোদিত/বহিরাগত ব্যক্তির সঙ্গে বন্ড কমিশনারেটসমূহের কোন কর্মকর্তা-কর্মচারীর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে উক্ত ব্যক্তির বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার জন্যও নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন