ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

৮ অগ্রাহায়ণ ১৪৩২, ০১ জমাদিউস সানি ১৪৪৭

ভূমিকম্পে প্রাণহানিতে মির্জা ফখরুলের শোক প্রকাশ

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৫:১০, ২১ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৫:১০, ২১ নভেম্বর ২০২৫

ভূমিকম্পে প্রাণহানিতে মির্জা ফখরুলের শোক প্রকাশ

ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২১ নভেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টে এই শোক প্রকাশ করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘প্রিয় দেশবাসী, কিছুক্ষণ আগেই একটি তীব্র ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে আমরা গভীরভাবে মর্মাহত। নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমাদের হেফাজত করুন।’

তিনি আরও বলেন, ‘আশা করছি আপনারা সাবধানে আছেন, ভালো আছেন। নিরাপদে থাকুন, ভূমিকম্পের সময় সতর্কতার সাথে নিরাপদ আশ্রয়ে যান।’

তিনি ভূমিকম্পে সতর্কতা অবলম্বন বিষয়ে উল্লেখ করেন যে, ভূমিকম্পের সময় ঘরের ভিতরে থাকলে-
* ঝুঁকে পড়ুন (Drop), ঢেকে রাখুন (Cover), ধরে থাকুন (Hold On) একটি মজবুত টেবিল/ডেস্কের নিচে আশ্রয় নিন।
* জানালা, কাঁচ, দরজা, ভারী আলমারি, ফ্রিজ—এসব থেকে দূরে থাকুন।
* লিফট ব্যবহার করবেন না।
* গ্যাস ও আগুন থেকে দূরে থাকুন।

ঘরের বাইরে থাকলে-
* বিল্ডিং, গাছ, বিদ্যুতের তার, সাইনবোর্ড থেকে দূরে যান।
* খোলা জায়গায় দাঁড়িয়ে মাথা নিচু করে রাখুন।

গাড়িতে থাকলে-
* গাড়ি থামিয়ে রাস্তার পাশে দাঁড়ান, কিন্তু ব্রিজ, ওভারপাস, বিল্ডিং বা গাছের নিচে নয়।
* গাড়ির ভিতরেই থাকুন যতক্ষণ না কম্পন থামে।

কম্পন থামার পর কী করবেন-
* গ্যাস লাইন, ইলেকট্রিক লাইন, পানির লাইন চেক করুন।
* নিরাপদ পথ দিয়ে ভবন থেকে বের হন, যদি স্ট্রাকচার ড্যামেজ মনে হয়।
* লিফট এড়িয়ে সিঁড়ি ব্যবহার করুন।
* পরিবারের সবাইকে জড়ো করুন এবং আঘাত আছে কিনা দেখুন।
* আফটারশকের জন্য প্রস্তুত থাকুন।

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন