ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১৮:১৬, ২৯ জুন ২০২৫ | আপডেট: ১৮:১৭, ২৯ জুন ২০২৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময়ের জন্য কোম্পানিটি তার শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ লভ্যাংশ দেবে।
রোববার (২৯ জুন) ডিএসই ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ জুলাই।
সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৫৩ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৩ টাকা ৭০ পয়সা। কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৮৯ টাকা ০১ পয়সা। আগের বছরের একই সময়ে এনএভি ছিল ৯১ টাকা ২০ পয়সা।
এ ছাড়া শেয়ার প্রতি নগদ টাকার প্রভাব বা এনওসিএফপিএস লোকসান হয়েছে ৩ টাকা ৪৫ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১৪ টাকা ৩৮ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
এএ
ব্যাংকার প্রতিবেদন