ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ২১:৩৪, ১০ নভেম্বর ২০২৫ | আপডেট: ২১:৩৫, ১০ নভেম্বর ২০২৫
সরকারের নেয়া উদ্যোগে একীভূত হতে যাওয়া পাঁচটি ইসলামি ব্যাংকের নতুন নাম ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’। প্রতিষ্ঠানটির নামে প্রাথমিক লাইসেন্স অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে সাত সদস্যের পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে।
রোববার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ ভার্চুয়ালি এ অনুমোদন দেন। গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে কেন্দ্রীয় ব্যাংকের বোর্ডের বিশেষ অনলাইন (জুম) সভা অনুষ্ঠিত হয়।
নতুন গঠিত ব্যাংকের সাত সদস্যের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান করা হয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেককে। পর্ষদের অন্য সদস্যরা হলেন- অর্থ বিভাগ সচিব মো. খায়রুজ্জামান মজুমদার, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব এম. সাইফুল্লাহ পান্না, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, অর্থ বিভাগের যুগ্মসচিব মোহ. রাশেদুল আমিন ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব শেখ ফরিদ।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত বুধবার ব্যাংকটির জন্য এলওআই ও লাইসেন্স চেয়ে আবেদন করেছিল। সেই আবেদনের ভিত্তিতেই বাংলাদেশ ব্যাংক প্রাথমিক অনুমোদন দিয়েছে।
নবগঠিত ব্যাংকের বর্তমান পর্ষদের মেয়াদ হতে পারে ছয় মাস থেকে এক বছর। এরপর পাঁচটি ব্যাংকের নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা সম্পদের (অ্যাসেট) ও দায়ের (লায়াবিলিটি) পূর্ণ যাচাই শেষে নতুন ব্যাংকের অধীনে কার্যক্রম চালাবেন।
পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক অভিজ্ঞ পেশাজীবীদের থেকে নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেবে এবং ব্যাংকটি স্বাধীনভাবে পরিচালিত হবে।
এর আগে গত ৫ নভেম্বর বাংলাদেশ ব্যাংক আর্থিকভাবে বিপর্যস্ত পাঁচটি ইসলামি ব্যাংকের দায়িত্ব নেয়। সেগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল)।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রাথমিক মূলধন হবে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে ২০ হাজার কোটি টাকা দেবে সরকার। আর বাকি ১৫ হাজার কোটি টাকার শেয়ার দেওয়া হবে আমানতকারীদের।
এএ
ব্যাংকার প্রতিবেদন