ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১১:৪১, ১৬ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১১:৪১, ১৬ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশের চতুর্থ প্রজন্মের জীবন বীমা প্রতিষ্ঠান সোনালী লাইফ ইন্স্যুরেন্স তাদের গ্রাহকদের জন্য ডিজিটাল স্বাস্থ্যসেবা চালু করেছে।
এ উদ্দেশ্যে সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটি টেলিমেডিসিন সেবা প্রদানকারী মিল্ভিক বাংলাদেশ-এর সঙ্গে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে।
রাজধানীর সোনালী লাইফের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম ও মিলভিক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মো. শিহাব উদ্দীন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে সোনালী লাইফের পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল, সিওও মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, সিআইও হাসিব রেজা, এএমডি এমদাদুল হক সাহিলসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় সোনালী লাইফের গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীরা মিলভিক বাংলাদেশের টেলিমেডিসিন সেবা গ্রহণ করতে পারবেন। একই সঙ্গে মিলভিকের ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সোনালী লাইফের বিভিন্ন বীমা পরিকল্পনাও সহজ ও দ্রুত উপায়ে গ্রাহকদের কাছে পৌঁছে যাবে।
সোনালী লাইফের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, “গ্রাহককেন্দ্রিক সেবা প্রদানের লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। টেলিমেডিসিন সেবা যুক্ত হওয়ায় আমাদের গ্রাহকরা স্বাস্থ্যসেবা ও বীমা সুবিধা একই সঙ্গে সহজেই পাবেন। এটি সোনালী লাইফের ডিজিটাল রূপান্তরের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
মিলভিক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মো. শিহাব উদ্দীন বলেন, “সোনালী লাইফের সঙ্গে এই অংশীদারিত্ব আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে গ্রাহকেরা শুধু মানসম্মত স্বাস্থ্যসেবাই পাবেন না, বরং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আরও দ্রুত ও নির্ভরযোগ্য বীমা সুবিধা গ্রহণ করতে পারবেন।”- বিজ্ঞপ্তি।
এএ
ব্যাংকার প্রতিবেদন