ঢাকা, মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

২১ আশ্বিন ১৪৩২, ১৩ রবিউস সানি ১৪৪৭

পপুলার লাইফ ইন্স্যুরেন্সের এজিএমে ২০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৯:১৭, ২৭ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৯:১৭, ২৭ সেপ্টেম্বর ২০২৫

পপুলার লাইফ ইন্স্যুরেন্সের এজিএমে ২০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত লাইফ  বীমা কোম্পানী  পপুলার লাইফ  ইনস্যুরেন্স পিএলসির ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৪ সালের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদনসহ আর্থিক প্রতিবেদন অনুমোদন হয়েছে।

সম্প্রতি ডিজিটাল প্লাটফর্মে কোম্পানীর পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের সভাপত্বিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী ছিলেন পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ,  ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলি।

সভায় শেয়ারহোল্ডারদের অংশগ্রহণে ২০২৪ সালের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদনসহ আর্থিক প্রতিবেদন অনুমোদন পরিচালক পরিষদের প্রতিবেদন, স্থিতিপত্র, লাভ-লোকসান হিসাব ও অডিট প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারন, পপুলার লাইফের নামের সাথে পিএলসি সংযুক্তকরণ সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

এসময় প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক কোম্পানীর সমৃদ্ধি, ভবিষৎ পরিকল্পনা, ব্যবস্থাপনাসহ ব্যবসায়িক অবস্থান ভার্চুয়াল মাধ্যমে শেয়ারহোল্ডারের উদ্দেশ্যে তুলে ধরেন এবং নিয়ন্ত্রণ সংস্থাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলকে সুস্থ্য এবং নিরাপদ থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।

ভার্চুয়াল মাধ্যমে সভাটি পরিচালনা করেন কোম্পানী সচিব ।

ডিজিটাল সভায় অংশগ্রহণকারী বিনিয়োগকারীবৃন্দ ব্যবসা বৃদ্ধি এবং ২০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানসহ কোম্পানির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতে লভ্যাংশের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা করে কোম্পানীর ধারাবাহিক সমৃদ্ধি কামনা করেন। 

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন