ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১৮:৫৩, ১১ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৮:৫৩, ১১ অক্টোবর ২০২৫
বাংলাদেশ কৃষি ব্যাংকের ময়মনসিংহ বিভাগের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও ব্যবসা সম্প্রসারণবিষয়ক এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যাংকটির ময়মনসিংহ বিভাগের ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনে করণীয় নির্ধারণে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
সম্প্রতি জামালপুরের শহীদ সাফওয়ান মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত
সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী। তিনি তাঁর বক্তব্যে বলেন, কৃষি খাত এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণসহ আমানত সংগ্রহ, ঋণ আদায় ও প্রবাসী আয় আহরণে কৃষি ব্যাংক ধারাবাহিকভাবে ভালো করছে। এই অবস্থায় চলতি বছর ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে ও ব্যাংকটিকে লাভজনক করতে সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার।
ময়মনসিংহ বিভাগের মহাব্যবস্থাপক জামিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আ. রহিম ও মোহা. খালেদুজ্জামান, ব্যাংকের প্রধান কার্যালয়ের পরিকল্পনা ও পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক আশরাফুজ্জামান খান এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালন বিভাগের মহাব্যবস্থাপক মো. নাজমুল হোসেন।
এ ছাড়া সভায় ময়মনসিংহ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এএ
ব্যাংকার প্রতিবেদন