ঢাকা, মঙ্গলবার, ২০ মে ২০২৫

৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ জ্বিলকদ ১৪৪৬

এসিআইর মূলধন বৃদ্ধির শেয়ার ইস্যুতে সম্মতি বিএসইসির

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৪:৫১, ৯ মে ২০২৫ | আপডেট: ১৪:৫১, ৯ মে ২০২৫

এসিআইর মূলধন বৃদ্ধির শেয়ার ইস্যুতে সম্মতি বিএসইসির

ওষুধ ও রসায়ন খাতের তালিকাভুক্ত কোম্পানি এসিআই লিমিটেডকে পরিশোধিত মূলধন বাড়াতে শেয়ার ইস্যুর জন্য সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। 

কোম্পানিটি ১ লাখ ৯৫ হাজার ৩৭৪টি শেয়ার ইস্যু করতে যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ১০ টাকা অভিহিত মূল্যের এ শেয়ারগুলো প্রিমিয়াফ্লেক্স প্লাস্টিকস লিমিটেডের ইকুইটি শেয়ারহোল্ডারদের অনুকূলে ইস্যু করা হবে। এ সংক্রান্ত একীভূতকরণ প্রস্তাবে কোম্পানির শেয়ারহোল্ডার ও উচ্চ আদালতের অনুমোদন রয়েছে।

সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে এসিআই। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৮ টাকা ২৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬ টাকা ৪৭ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৯১ টাকা ১৭ পয়সায়।

২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে এসিআইয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ টাকা ৪৮ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৪ টাকা ৯৮ পয়সা।

এসিআইয়ের সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘ডাবল এ মাইনাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-টু’।

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন