ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

৮ অগ্রাহায়ণ ১৪৩২, ০১ জমাদিউস সানি ১৪৪৭

নভেম্বরের প্রথম ১২ দিনে রেমিট্যান্স প্রবাহ ৩৯.৬ শতাংশ বৃদ্ধি

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২২:১৬, ১৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ২২:১৬, ১৩ নভেম্বর ২০২৫

নভেম্বরের প্রথম ১২ দিনে রেমিট্যান্স প্রবাহ ৩৯.৬ শতাংশ বৃদ্ধি

নভেম্বরের প্রথম ১২ দিনে রেমিট্যান্স প্রবাহ ৩৯ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৩৪৬ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। গত বছর একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ৯৬৪ মিলিয়ন ডলার।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

এতে জানানো হয়, চলতি অর্থবছরের গত জুলাই থেকে ১২ নভেম্বর পর্যন্ত প্রবাসীরা ১১ হাজার ৪৯৫ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা আগের বছরের একই সময়ে ছিল ৯ হাজার ৯০২ মিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং প্রবাহ বৃদ্ধিতে দেশের বৈদেশিক মুদ্রার স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হচ্ছে।

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন