ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

৮ অগ্রাহায়ণ ১৪৩২, ০১ জমাদিউস সানি ১৪৪৭

চলতি অর্থবছরের প্রথম ৪ মাসে এডিপি বাস্তবায়ন হার বেড়েছে

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২২:৪৩, ২০ নভেম্বর ২০২৫ | আপডেট: ২২:৪৩, ২০ নভেম্বর ২০২৫

চলতি অর্থবছরের প্রথম ৪ মাসে এডিপি বাস্তবায়ন হার বেড়েছে

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৮.৩৩ শতাংশ। যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৭.৯০ শতাংশ।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

আইএমইডি’র তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম চার মাসে মন্ত্রণালয় ও বিভাগগুলো মোট ১৯,৮৭৮.৩৪ কোটি টাকা ব্যয় করেছে, যা ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ের ২১,৯৭৮.১৭ কোটি টাকার তুলনায় কম।

একক মাস হিসেবে গত অক্টোবরে বরাদ্দের ৩ দশমিক ২৩ শতাংশ ব্যয় হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৩ দশমিক ১৫ শতাংশ।

সাধারণত অর্থবছরের প্রথম দিকে উন্নয়ন কর্মকাণ্ডে অর্থছাড় কম হয়, যা সময়ের সঙ্গে সঙ্গে বাড়ে।

চলতি অর্থবছরের জন্য সরকার এডিপি ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ২,৩৮,৬৯৫.৬৪ কোটি টাকা।

প্রসঙ্গত,  আইএমইডির ওয়েবসাইটে ২০০৪-০৫ অর্থবছর থেকে এডিপি বাস্তবায়নের তথ্য দেওয়া হচ্ছে।

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন