ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১০:৪১, ২৬ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১০:৪২, ২৬ সেপ্টেম্বর ২০২৫
ক্ষুদ্র রপ্তানিকারকদের সুবিধার্থে এবং ব্যবসা আরও সহজ করতে বিদেশি ক্রেতাদের কাছ থেকে অগ্রিম পাওয়া রপ্তানি আয়ের ১০ শতাংশ সংরক্ষণের বাধ্যবাধকতা প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সার্কুলারে বলা হয়েছে, রপ্তানি আয়ের বিপরীতে বিদেশি ক্রেতাদের প্রদত্ত অগ্রিম অর্থের ১০ শতাংশ আর সংরক্ষণে রাখতে হবে না। তবে প্রকৃত লেনদেন নিশ্চিত করতে কয়েকটি শর্ত আরোপ করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, রপ্তানিকারকের অবশ্যই একটি বৈধ ও নিশ্চিত এলসি বা রপ্তানি চুক্তি থাকতে হবে, যার ভিত্তিতে পণ্য রপ্তানি করা হবে। রপ্তানিকারকের পূর্ববর্তী রপ্তানি কার্যক্রম সন্তোষজনক হতে হবে এবং অর্ডার বাস্তবায়নের জন্য যথেষ্ট সক্ষমতা থাকতে হবে।
এছাড়া বিদেশি ক্রেতাদের কাছ থেকে প্রাপ্ত অগ্রিম অর্থ অবশ্যই সুদমুক্ত হতে হবে।
এএ
ব্যাংকার প্রতিবেদন