ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

৮ অগ্রাহায়ণ ১৪৩২, ০১ জমাদিউস সানি ১৪৪৭

ঈদের আগে সিলেট রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে এয়ার অ্যাস্ট্রা

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২১:৫৫, ২৪ মে ২০২৫ | আপডেট: ২১:৫৬, ২৪ মে ২০২৫

ঈদের আগে সিলেট রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে এয়ার অ্যাস্ট্রা

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের ভ্রমণ সহজ করার লক্ষ্যে বেসরকারি বিমান সংস্থা এয়ার অ্যাস্ট্রা ২৯ মে থেকে ঢাকা-সিলেট রুটে পুনরায় ফ্লাইট চালু করতে যাচ্ছে।

সংস্থাটির বিমান ঢাকা থেকে সকাল ৭টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ছেড়ে যাবে এবং সিলেট থেকে ফিরতি বিমান সকাল ৮টা ৫০ মিনিট ও রাত ৮টা ৫০ মিনিটে ছাড়বে। সম্প্রতি এক বিবৃতিতে এয়ারলাইন্সটি একথা জানিয়েছে।

এয়ার অ্যাস্ট্রার সিইও ইমরান আসিফ বলেন, সিলেট এয়ার অ্যাস্ট্রার জন্য একটি গুরুত্বপূর্ণ গন্তব্য। ফ্লাইট ঘাটতির কারণে আমরা এই রুটে কার্যক্রম সাময়িক স্থগিত করতে বাধ্য হয়েছি। আমাদের বহর এখন স্থিতিশীল থাকায়, পুনরায় নিয়মিতভাবে ফ্লাইট চালু হবে।

২০২২ সালের ২৪ নভেম্বর এয়ার অ্যাস্ট্রা অভ্যন্তরীণ কার্যক্রম শুরু করে। বর্তমানে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে প্রতিদিন চারটি, ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে পাঁচটি ও ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে তিনটি ফ্লাইট পরিচালনা করছে।

এয়ারলাইনটি চারটি এটিআর ৭২-৬০০ বিমানের একটি বহর পরিচালনা করে- যা আঞ্চলিক কার্যক্রমে নিরাপত্তা ও দক্ষতার জন্য পরিচিত।

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন