ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১১:২২, ১৬ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১১:২২, ১৬ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ কৃষি ব্যাংকের সিলেট বিভাগে ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন-বিষয়ক ‘শাখা ব্যবস্থাপক সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ৩০ জুন ২০২৫ তারিখ পর্যন্ত ব্যবসায়িক সাফল্য, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করা হয়।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সিলেটের একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এমডি সঞ্চিয়া বিনতে আলী।
ব্যাংকের সিলেট বিভাগের জিএম (দায়িত্বে) মো. খোরশেদ আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ডিএমডি মোহা. খালেদুজ্জামান এবং পরিকল্পনা ও পরিচালন মহাবিভাগের জিএম আশরাফুজ্জামান খান।
সম্মেলনে সিলেট বিভাগের ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায়িক অর্জন বিষয়ে আলোচনা হয়।
এসময় এমডি সঞ্চিয়া বিন্তে আলী বলেন, কৃষি খাতে এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প–উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণসহ আমানত সংগ্রহ, ঋণ আদায় ও বৈদেশিক রেমিট্যান্স প্রদানে কৃষি ব্যাংক ধারাবাহিকভাবে ইতিবাচক অগ্রগতি অর্জন করেছে।
চলতি অর্থবছরে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনের লক্ষ্যে গতিশীলতা আনয়ন ও ব্যাংকটিকে লাভজনক পর্যায়ে উন্নীতকরণে জন্য সকলকে সম্মিলিতভাবে প্রচেষ্টা চালানোর আহ্বান জানান তিনি।
সম্মেলনে সিলেট বিভাগের সব নির্বাহী ও শাখা ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।
এএ
ব্যাংকার প্রতিবেদন