অধ্যাপক ড. মাহফুজুর রহমান
প্রকাশ: ১৮:১২, ৩ মে ২০২৫ | আপডেট: ১৮:৩৫, ৩ মে ২০২৫
ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার প্রাথমিক পর্যায়ে মুসলমানদের সুদ থেকে রক্ষা করার উদ্দেশ্যই ছিল প্রধান। ইসলাম ধর্মমতে সুদ জঘন্য অপরাধ। পরিত্র কোরআনে সুদ ব্যবসা সংশ্লিষ্টদের সাথে আল্লাহ ও তাঁর রাসুলের যুদ্ধের জন্য তৈরি থাকতে বলা হয়েছে। পবিত্র কোরআনে এ কারবার ছেড়ে দেওয়ার নির্দেশও রয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সা) বলেছেন, “রিবার তিয়াত্তরটি স্তরের মধ্যে নিম্নতম স্তরটি হলো, ইসলাম গ্রহণের পর নিজের মায়ের সাথে ব্যভিচার করার পাপের মতো। আর সুদ কারবারের মাধ্যমে এক দিরহাম অর্জন করা ত্রিশাধিক বার ব্যভিচার করার মতোই।”
যেভাবে ইসলামী ব্যাংক ধারণার প্রতিষ্ঠা
নানা কারণেই গোটা বিশ্বে মুসলমানদের মধ্যে দীর্ঘ দিন থেকে সুদমুক্ত জীবনযাপনের ব্যবস্থা করার প্রবল আকাঙ্ক্ষা ছিল। তারা চাচ্ছিল সুদভিত্তিক অর্থনীতি পরিহার করে সুদমুক্ত অর্থনীতি প্রতিষ্ঠা করতে। মুসলমানদের দীর্ঘ দিনের এ কামনা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নের উদ্দেশ্যে এগিয়ে আসেন মিসরের কিছু অভিজ্ঞ আলেম ও ইসলামী স্কলার। তারা ব্যাপক গবেষণার মাধ্যমে ইসলামী ব্যাংকের প্রাথমিক রূপরেখা তৈরি করেন। অতঃপর মিসরের নাগরিক ড. আহমদ নাজ্জারের নেতৃত্বে এবং তার ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৬৩ সালে মিসরের মিতগামর নামক স্থানে প্রথম ইসলামী ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়। এটাই ছিল সারাবিশ্বে ইসলামী শরিয়াহর নীতিমালায় প্রথম অধ্যায় ইসলামী অ্যাজ ডি ও জেনা পরিচালিত সর্বপ্রথম ইসলামী ব্যাংক। অতঃপর সারা বিশ্বে ইসলাম নিয়ে মানুষ এব পথ ধরে সুদমুক্ত শরিয়াহ মোতাবেক পরিচালিত ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার গয়াস পায়। তখন থেকেই ইসলামী ব্যাংকের সংজ্ঞা প্রদান এবং ইসলামী ব্যাংকের কার্যক্রমের নীতিমালা তৈরি ইত্যাদির প্রয়োজন দেখা দেয়। সর্বপ্রথম ১৯৭৮ সালে এপ্রিল মাসে সেনেগালের রাজধানী ডাকার-এ মুসলিম দেশসমূহের পররাষ্ট্র মন্ত্রীদের (ওআইসি) সম্মেলনে ইসলামী ব্যাংকের সংজ্ঞা প্রদান করা হয়।
সংজ্ঞায় বলা হয়—"Islamic bank is a financial institution whose statutes, rules and procedures expressly state its commitment to the principles of Islamic shariah and to the banning of receipt and payment of interest on any of its operation.”
অর্থাৎ ইসলামী ব্যাংক এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যার মৌলিক বিধান, নীতিমালা ও কর্ম পদ্ধতিতে ইসলামী শরিয়াহ অনুসরণের সুস্পষ্ট অঙ্গীকার থাকবে এবং যার যাবতীয় কাজ ও লেনদেন সুদমুক্ত হবে"।
অতঃপর মালয়েশিয়ায় ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হলে, 'মালয়েশিয়া ইসলামী ব্যাংকিং আইন ১৯৮৩' এ ইসলামী ব্যাংকের সংজ্ঞায় বলা হয়: Islamic bank is a company which carries on Islamic banking business... Islamic Banking business means banking business whose aims and operation do not involve any element which is not approved by the religion Islam.'
অর্থাৎ ইসলামী ব্যাংক হচ্ছে এমন একটি কোম্পানি যা ইসলামী ব্যাংকিং নিয়োজিত। ... ইসলামী ব্যাংকিং ব্যবসা হচ্ছে এমন এক ধরনের ব্যবসা যার লক্ষ্য কার্যক্রমের কোথাও এমন কোনো উপাদান নেই যা ইসলাম অনুমোদন করে না।
বাংলাদেশ ব্যাংক প্রণিত Guidelines for islamic Banking, November-২০০৯-এ, ইসলামী ব্যাংকের সংজ্ঞায় বলা হয়েছে: such a banking company Islamic bank branch (es) of a banking company lcensed by Bangladesh Bank, which follows the Islamic Sharia, its principles and modes of operations and avoids paying of interest at all levels.
অর্থাৎ ইসলামী ব্যাংক বলতে বুঝানো হয় একটি ব্যাংকিং কোনও যা একটি ইসলামী ব্যাংকের শাখাকে যা বাংলাদেশ ব্যাংক অর্থাৎ আনুমোদন প্রাপ্ত এবং যা এর সকল কার্যক্রম এবং উদ্দেশ্যে ও লছে এবং এর লেনদেনের সকল ক্ষেত্রে ইসলামী শরিয়াহর নীতিমারণ অনুসরণ করে এবং সকল ক্ষেত্রে ও পর্যায়ে সুদের লেনদেন পরিহার করে।
মোট কথা ইসলামী ব্যাংক হচ্ছে এমন এক আর্থিক প্রতিষ্ঠান যার সকল বাজি ইসলামী শরিয়াহর বিধি-বিধান পরিপালিত হয়, যার কার্যক্রমে কোনো বাড় সুদের অনুপ্রবেশ ঘটে না। যা জনগণের কাছ থেকে ইসলামী শরিয়াহ অনুমোদিত বিভিন্ন বিধান ও নিয়মানুসারে অর্থ সংগ্রহ করে এবং শরিয়াহ অনুমোদিত পশুর অর্থ বিনিয়োগ করে। অতঃপর বিনিয়োগ থেকে অর্জিত লাভ পূর্ব নির্ধারিত জিং অনুসারে শরিয়াহসম্মত পদ্ধতিতে ব্যাংকের উদ্যোক্তা শেয়ার হোল্ডার ও গ্রাালায় মধ্যে ভাগ-বাটোয়ারা করে দেয়। এ ছাড়াও ইসলামী ব্যাংকসমূহ আমদানির ব্যাংক ড্রাফট, টি টি, ডি ডি, এম টি ইত্যাদি ইস্যু করে মানুষকে নানাভাবে ও ব্যাংকিং সেবা দানের মাধ্যমেও অর্থ উপার্জন করে থাকে।
ইসলামী ব্যাংকের লক্ষ্য উদ্দেশ্য
ইসলাম মানব জাতিকে শোষণমুক্ত একটি সমাজব্যবস্থা উপহার দিতে চায়। যেখা সম্পদের সুষম বণ্টন হবে, ধন সম্পদ মুষ্টিমেয় মানুষের হাতে কুক্ষিগত হবেন সমাজের সকল শ্রেণির মানুষ খেয়ে পরে বাঁচতে পারবে। ইসলাম যে ধরনের সমরা প্রতিষ্ঠা করতে চায়, ইসলামের নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে সে ধরায় ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার তাকীদ থেকে ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠা।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. এর Memorandum and Articles of Association-২০০৬ এ প্রকাশিত প্রতিবেদনে ইসলামী উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে।
তথ্যসূত্র : ইসলামী ব্যাংকব্যবস্থা : প্রফেসর ড. মাহফুজুর রহমান; বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থ্যট (বিআইআইটি)