ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১৭:৫৬, ২৭ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৭:৫৬, ২৭ সেপ্টেম্বর ২০২৫
'ব্যাংকের বাইরেও বন্ধন (Bonding beyond Banking)' এই প্রতিপাদ্য নিয়ে চট্টগ্রামে হয়ে গেল ব্যাংকার্স ক্লাব ফ্যামিলি গেট-টুগেদার-২০২৫। ব্যাংকারদের মিলনমেলায় কেন্দ্রীয় ব্যাংক এবং বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শীর্ষ নির্বাহীগণ ও ব্যাংকারস পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
বর্ণাঢ্য আয়োজনে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে নগরীর দ্য কিং অব চিটাগং-এ মিলনমেলা সম্পন্ন হয়েছে।
এর আগে বিকালে ফেস্টুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন, পবিত্র কোরআন তেলাওয়াত, নিহতদের স্মরণে নীরবতা ও দোয়া, জাতীয় সংগীত পরিবেশনা এবং অতিথিদের অভ্যর্থনা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মকবুল হোসেন। তিনি ব্যাংকার্স ক্লাব চট্টগ্রামের ভবিষ্যৎ কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।
ফ্যামিলি গেট-টুগেদারের আহ্বায়ক ও ব্যাংকার্স ক্লাবের সহ-সভাপতি কায়েস চৌধুরী স্বাগত বক্তব্য দেন।
এতে আরও বক্তব্য রাখেন এনআরবি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন এবং সাউথ-ইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল আমীন।
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যাংকারদের মধ্যে উপস্থিত ছিলেন- মার্কেন্টাইল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম চৌধুরী, ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহসান জামান চৌধুরী, ঢাকা ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শাহনেওয়াজ, ট্রাস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফারুক মঈনুদ্দিন আহমেদ, এবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জেড এম বাবর খান, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক সাব্বির আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে গুণী ব্যাংকারদের অবদানের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়। ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংকার্স ক্লাব চট্টগ্রামের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট ও ব্যাংক এশিয়ার সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রোশাঙ্গীর।
ব্যাংকারদের মিলনমেলায় জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় ছিল সাংস্কৃতিক পর্ব।
এএ
ব্যাংকার প্রতিবেদন