ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

৮ অগ্রাহায়ণ ১৪৩২, ০১ জমাদিউস সানি ১৪৪৭

৬৫ জন নারী উদ্যোক্তাকে ব্র্যাক ব্যাংকের প্রশিক্ষণ

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৯:৩৪, ২১ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৯:৩৫, ২১ অক্টোবর ২০২৫

৬৫ জন নারী উদ্যোক্তাকে ব্র্যাক ব্যাংকের প্রশিক্ষণ

নারী উদ্যোক্তাদের দক্ষতা ও ব্যবসায়িক জ্ঞান বাড়াতে দুদিনব্যাপী মাস্টারক্লাস প্রশিক্ষণের আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। এ প্রশিক্ষণে দেশের বিভিন্ন অঞ্চলের ৬৫ জন সম্ভাবনাময় নারী উদ্যোক্তা অংশ নেন।

সম্প্রতি ঢাকায় ব্যাংকটির প্রধান কার্যালয়ে এ প্রশিক্ষণণ অনুষ্ঠিত হয়।

গ্লোবাল অন্ট্রাপ্রেনারশিপ নেটওয়ার্ক (জিইএন) বাংলাদেশ-এর সহযোগিতায় ও গেটস ফাউন্ডেশনের সহায়তায় আয়োজিত এ প্রশিক্ষণের লক্ষ্য নারী উদ্যোক্তাদের সক্ষমতা ও বৈশ্বিক পরিমণ্ডল সম্পর্কে জানাশোনা বাড়ানো, যাতে তারা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে টেকসই ব্যবসা গড়ে তুলতে পারেন।

অনুষ্ঠানে ছিলেন জিইএন বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক কে এম হাসান রিপন ও ব্র্যাক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তারা জানান, এমন উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ ও আন্তঃদেশীয় সহায়তার ক্ষেত্র তৈরি হচ্ছে, যা নারী উদ্যোক্তাদের আত্মবিশ্বাসী করে তুলবে।

নেদারল্যান্ডসের ব্যবসায় প্রশিক্ষক মিক ওয়ালভিশ মাস্টারক্লাসটি পরিচালনা করেন। তিনি অংশগ্রহণকারীদের শেখান কিভাবে ব্যবসায়িক লক্ষ্যকে টেকসই উন্নয়নে রূপ দেয়া যায়। প্রশিক্ষণ চলাকালে ইন্টারেকটিভ সেশন ও বাস্তব অনুশীলনের মাধ্যমে অংশগ্রহণকারীরা নেতৃত্ব, আর্থিক ব্যবস্থাপনা ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে বাস্তব জ্ঞান অর্জন করেন।

অংশগ্রহণকারী উদ্যোক্তারা স্থানীয় ও আন্তর্জাতিক অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে দিকনির্দেশনা ও পরামর্শ পাওয়ার পাশাপাশি পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পান। এ সেশন নারী উদ্যোক্তাদের মধ্যে নেটওয়ার্ক গড়ে তোলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ব্র্যাক ব্যাংক জানিয়েছে, নারী নেতৃত্বাধীন উদ্যোগকে প্রশিক্ষণ, অর্থায়ন ও কৌশলগত সহায়তা দিয়ে এগিয়ে নেয়ার মাধ্যমে দেশে একটি অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও কার্যকর উদ্যোক্তা সংস্কৃতি গড়ে তুলতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন