ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১৮:০০, ৮ জুলাই ২০২৫ | আপডেট: ১৮:০০, ৮ জুলাই ২০২৫
বিকাশ অ্যাপ ও এজেন্ট পয়েন্টের পাশাপাশি এখন বিকাশ মার্চেন্ট পয়েন্ট থেকেও বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারছেন গ্রাহকরা। ফলে, এর মাধ্যমে সবচেয়ে সহজে, ঝামেলাহীনভাবে বিদ্যুৎ বিল পরিশোধের সুযোগ আরও বিস্তৃত হলো।
বর্তমানে বিকাশ অ্যাপের ‘পে বিল’ আইকন থেকে প্রায় সব সরকারি প্রতিষ্ঠানের ইউটিলিটি বিল দেয়া যাচ্ছে।
পাশাপাশি দেশজুড়ে ছড়িয়ে থাকা বিকাশ-এর সাড়ে ৩ লাখ এজেন্ট পয়েন্ট থেকেও বিদ্যুৎ বিলসহ বিভিন্ন সেবার বিল দিতে পারছেন গ্রাহকরা। এখন তার সাথে যুক্ত হওয়া আড়াই লাখ মার্চেন্ট পয়েন্ট থেকে বিদ্যুৎ বিল দেয়ার এই সুযোগ। এতে বাড়তি স্বাচ্ছন্দ্য এনে দিচ্ছে গ্রাহকদের।
অন্যদিকে, মার্চেন্টরাও বিকাশ-এ পণ্য ও সেবার মূল্য গ্রহণের পাশাপাশি ক্রেতাদের বিদ্যুৎ বিল পরিশোধের সেবা দিয়ে ক্যাশলেস লেনদেনকে আরও উৎসাহিত করার সুযোগ পেলেন।
উল্লেখ্য, বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ভুমি সেবা, পাসপোর্টসহ বিভিন্ন সেবার সরকারি ফি এবং ইন্টারনেট, টিভি ইত্যাদিসহ প্রায় সব ধরনের ইউটিলিটি বিল পরিশোধ করার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম বিকাশ। প্রতিনিয়ত আরও নতুন প্রতিষ্ঠান যুক্ত হচ্ছে বিলার-এর তালিকায়।
গ্রাহক চাইলে বিল প্রদানের পর পরিবেশ-বান্ধব ডিজিটাল রশিদ/রিসিটও ডাউনলোড করে সংরক্ষণ করতে পারেন।- বিজ্ঞপ্তি।
এএ
ব্যাংকার প্রতিবেদন